ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে থানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য থানাগাঁও সুলতানপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মঈনুল ইসলাম ছানু’র ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। প্রবাসী ছানু’র ছোট ভাই রুহুল আমিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে টাকা প্রদান করেন।
আজ(১১ মার্চ)সোমবার দুপুরে টাকা প্রদান উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও বিদ্যলয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, সাবেক ইউপি সদস্য কাজী তুহেল আহমদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালিক, সমাজ সেবক হারুন মিয়া,রুহুল আমিন, থানাগাঁও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি কাজী মাখন মিয়া,সদস্য কাজী মিসবাহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সফর, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন। চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।