বাংলা ভিউ ডেস্ক::সিলেটের ওসমানীনগরের উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীন নেতা আব্দুল জহুর শুকুর মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীন আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত প্রতিমন্ত্রী মরহুমের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তয় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী আব্দুজ জহুর শুকুর ছিলেন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ।
সাতবারের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি।