প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে সিলেট আসছেন আগামীকাল।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সকাল ৮টা ১০মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি তিনি টিলাগড়স্থ বাসভবনের উদ্দ্যেশে যাত্রা করবেন এবং ওইদিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে টিলাগড়স্থ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরে শনিবার ও রবিবার ( ১৬-১৭ ফেব্রুয়ারী) ওসমানীনগর ও বিশ্বনাথ সহ সিলেটের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যোগদান করবেন।
রবিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব সৈয়দ আমিনুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি।