আতাউর রহমান কাওছার:: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের কালিবাড়ী বাজার থেকে ভুরভুরীয়া গ্রামে এক কিলো ১০০ মিটার গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।আজ(২৬অক্টোবর) বৃহঃবার বিকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য-২৩১ হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান চৌঃ সাধারণ সম্পাদক ক্বারি রুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম,এ,কাইয়ুম দুলাল, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, ২নংওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফুর রহমান চৌঃ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল আলী, আইন বিষয়িক সম্পাদক কাজি নজরুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য মজনু মিয়া, সহ স্থানীয় এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বালাগঞ্জে রাস্তার কাজের উদ্বোধন
জানা গেছে, SDIRIIP-প্রকল্পের আওতায় ‘কালীবাড়িবাজার – ভুরভুরীয়া গ্রামীন” (আইডি ৬৯১০৮৫২৯৩) পর্যন্ত প্রায় এক কিলো ১০০মিটার রাস্তা পাকাকরণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস কে এন্টারপ্রাইজ বাস্তবায়নে স্থানীয় সরকার প্রোকশল অধিদপ্তর (এলজিইডি) বালাগঞ্জ,সিলেট। এতে চুক্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ২৩ লাখ ১৯ হাজার ০৬৪ টাকা।
স্থানীয় বাসিন্দা আবরার আহমদ চৌধুরী বলেন, ‘এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন ধরে দুর্ভোগ নিয়ে স্থানীয় লোকজন চলাফেরা করছে।
সড়কটি পাকাকরণের ফলে এলাকার শত শত মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। সড়কটি পাকাকরণ করায় স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব মহোদয়ের প্রতি এলাকাবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি।