ওসমানীনগরে  আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

ওসমানীনগরে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :: বর্বর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর নির্মম হামলার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। আজ বুধবার জুহরের নামাজের পর স্থানীয় গোয়ালাবাজার হাজী মার্কেটস্ত বায়তুল মারুফ জামে মসজিদ থেকে শুরু হয়। গোয়ালাবজারের প্রধান প্রধান সড়ক ও সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ইহুদীবাদী ইসরাইলের বর্বর হামলার তীব্রনিন্দা জানান এবং বিশ^মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলীর সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সভাপতি জুনায়েদ আহমদ তালুকদারের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, তালামীযের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী। উপস্থিত ছিলেন, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মাহবুব খান, উপজেলা আল ইসলাহর সহ সাধরণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোবারক, মুফতি মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ছালেহ আহমদ, ওসমানীনগর উপজেলা আল-ইসলাহ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, মাওলানা ইউনুছ আলী, মাওলানা কবির আহমদ, হাফিজ আজাদ আলী, হাফিজ নংাংঠ মফহঠভস রাফি, মাওলানা মাজহারুল ইসলাম, জাকির আহমদ, হাজী পংকি মিয়া, মাওলানা হাম্মাদ আলমগীর সাকি, আব্দুল কাইয়ুম রাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *