নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ও আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় হতে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে আহমদিয়া দাখিণ মাদরাসায় এসে সমাপ্ত হয়। পরে পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। র্যালীতে বালাগঞ্জ-ওসমানীনগর দুই উপজেলার সহ¯্রাধীক মুসলিম জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচন্ড গরম উপক্ষো করে আগত রাসুল প্রেমিক ছাত্র জনতার হাতে কালিমা কচিত ও মহানবীর উপর দুরুদসহ নানা রঙ্গের ব্যানার ফ্যাস্টুন শোভা পায়। এ সময় মুসলিম জনতার মূখে সালাত সালাম উচ্চারিত হয়।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহানবীর আদর্শ বাসন্তবায়নের বিকল্প নেই।
মাওলানা হুমায়ুনুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আছকর আলী, অধ্যক্ষ মাওলানা আকতার আলী, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, র্যালীতে আরো নেতৃত্ব দেন, উপস্থিত ছিলেন, ওসমানীণগর থানার ওসি মাকসুদুল আমীন, মাওলানা সৈয়দ সুলতান আহমদ, মাওলানা আব্দুল মতিন গজনভী, হাজী আজির উদ্দিন, হাজী ধন মিয়া, মাওলানা আব্দুর রব, সুন্নি উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা হাকিম আনছার আহমদ সিদ্দিকী, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক শামছুল ইসলাম, হাজী পংকি মিয়া, কাজী মাওলানা আব্দুল বাছিত, মাওলানা ইউনুছ আলী, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ তৌরিছ আলী, ইসলামকি ফাউন্ডেশন বালাগঞ্জের মডেল কেয়ার টেকার মাওলানা আছাব আলী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, হাফিজ আজাদ আলী, জাতীয় ইমাম সমিতি ওসমানীনগরের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সিদ্দীকি, সিলেট জেলা তালামীয নেতা মাহবুব খান, নাজমুল ইসলাম শিহাব, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি জুনাইদ আহমদ, সাধারণ সম্পাদক তুহিন আহমদ, হাফিজ মখলিছুর রহমান, হাজী খছরু মিয়া প্রমূখ।