ওসমানীনগরে রিকশা ছিনতাইকালে আটক ১

ওসমানীনগরে রিকশা ছিনতাইকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে রিকশা চিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার দিবাগত রাত ৯টায় চিনতাইকারী সাজিবুর রহমান আকাশ (২০) কে স্থানীয় টিকিরবাজার এলাকায় আটক করা হয়। সাজিবুর রহমান আকাশ বিশ^নাথ উপজেলার পুরাতন হাবড়াবাজার সত্তিশ গ্রামের সাইদুর রহমানের ছেলে। ব্যাটারিত চালিত রিকশা চালক জিয়াউল হক (১৯) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিয়াউল উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের তোলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তাজপুর বাজার থেকে ছিনতাইকারী আকাশসহ তিনজন জিয়াউলের ব্যাটারি চালিত রিকশা ভাড়া করে টিকির বাজারের দিকে নিয়ে যায়। স্থানীয় পশ্চিম রোকনপুর ব্রীজের কাছে গেলেই ছিনতাইকারীরা চালককে রড দিয়ে আঘাত করে সড়কের পাশে ফেলে যায়। এ সময় পাশে একজন জেলে বিষয়টি দেখতে পেয়ে বাজারে লোকদের ফোন করে জানালে বাজারের লোকজন সাজিবুর রহমান নামে একজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আহত রিক্সা চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চালকের মাথায় ১৭ টি সিলাই ও শরীরে মারাত্মক জখম রয়েছে। ছিনতাইকারী চালককে প্রাণে মেরে বস্তা বন্ধি করতে চাইলেও করতে পারিনি।
পলাতক ছিনতাইকারীরা পেশায় চোর ও ডাকাত ছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে। এ ব্যাপারে ওসমানীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিনতাইকালে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তÍুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *