বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফার আন্দোলনের বিরুদ্ধে এবার জোটগতভাবে রাজপথে কর্মসূচি নিয়ে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
আগামী বুধবার থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির মধ্যে থাকতে পারে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল।
আজ সোমবার ইস্কাটনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে এখন। তাই আজ মঙ্গলবার কর্মসূচি পুলিশ কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। অনুমতি পেলে বুধবার থেকে কর্মসূচি শুরু হবে।
বৈঠক সূত্র জানায়, আমির হোসেন আমু শুরুতেই জানান, শেখ হাসিনার পদত্যাগের এক দফায় চলে গেছে বিএনপি। এ অবস্থায় তাদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। তারা ভোট ভন্ডুল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে দাঁড়িয়েছে। ১৪ দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান শরিকেরাও রাজপথে থাকুক।
এর জবাবে শরিকেরা সবাই রাজপথে নামার পক্ষে মত দেন।
১৪ দলের গতকালের বৈঠকে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।