নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতনামা এক নবজাতকের গলিতলাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলারবুরুঙ্গা ইউপির কামারগাও গ্রামের বুড়ি বরাক নদী থেকে অজ্ঞাত নবজাতক ছেলে শিশুর লাশউদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার সকালেবুড়ি বরাক নদীতেভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর লাশ দেখতে পানস্থানীয়রা। বিষয়টি থানা পুলিশে খবর দিলে পুলিশ দুপুরেস্থানীয়দের সহায়তায় নবজাতক শিশুর লাশটি উদ্ধার করে সিলেটওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন নবজাতকের লাশউদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে দুই তিনআগে নবজাতকের লাশটি কেউ নদিতে ফেলে দিয়েছে। লাশটিপছে গেছে।