ওসমানীনগরে প্রাইভেট কারচাপায় মা ছেলে নিহত

ওসমানীনগরে প্রাইভেট কারচাপায় মা ছেলে নিহত

সিলেটের ওসমানীনগরের  প্রাইভেট কারচাপায় সালমা বেগম(৫২) আব্দুল কাইয়ুম(৩২) নামের মা ছেলের মৃত্যু হয়েছে। আজরবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটঢাকামহাসড়কের উপজেলার তাজপুর  ইউপির ইলাশপুরস্থ ভার্ড চক্ষুহাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত  সালমা বেগম আব্দুল কাইয়ুম দক্ষিণ সুরমা উপজেলারকামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী ছেলে। তারা ভার্ডচক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসাপ্রাইভেটকার (ঢাকা মেট্রো ২৯০৫৪৫) রাত সাড়ে আটটারদিকে সিলেটঢাকা মহাসড়কের ভার্ড চক্ষু হাসপাতালের সামনেগেলে মহাসড়ক পার হতে থাকা সালমা তার ছেলেকে চাপা দিলেঘটনাস্থলেই মা ছেলে নিহত হন। খবর পেয়ে তাজপুর ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেসিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণকরে।

প্রাইভেটকার চাপায় মা ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, হাইওয়েপুলিশকে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকার জব্দকরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *