সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান নির্বাচিত হয়েছেন। আশরাফুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) এ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। আইন শৃঙ্খলার রক্ষায় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।।

গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান কে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সিলেটের ডি আই জি মোহাম্মদ মুশফেকুর রহমান কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর ও বিশ্বনাথ বালাগঞ্জ)আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয় এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এসময় মাসিক রেঞ্জ কনফারেন্সে উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ আজিজুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড  ট্রফিক) মোঃ আমিনুল ইসলাম ও  সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *