নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবার পাকা ঘর পেল। গতকাল বুধবার সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওসমানীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে মুজিব বর্ষের ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজহারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মাশরূপা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।