নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাঁচফুট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়। অভিযানে মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া সাংবাদিকদের জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। চারজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। তাদেরকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।