জিতু আহমদ:: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তাঁর সহধর্মীনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ পার্টির নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের ওসমানীনগরে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (৬ নভেম্বর) রোববার বিকেলে ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার তাজপুর বাজারে প্রতিবাদ সভা শেষে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন জাতীয় পার্টির নেতা কর্মিরা।
এর আগে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি বিগত ছাত্র আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলক ভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার সহধর্মীনি পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পাশাপাশি অবিলম্বে মিথ্যা মামলা গুলো প্রত্যাহার করার জোর দাবী জানানো হয় প্রতিবাদ সভা থেকে।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আশরাফ আহমদ সিরাজ, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জুবায়ের,সহ-সভাপতি মোহাম্মদ মোখলেস মিয়া, মোহাম্মদ মোস্তফা মিয়া, পল্লী বন্ধু পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ মুজাহিদ আহমদ, উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ মাওলানা আতাউর রহমান লেবু, মোহাম্মদ আতিকুর রহমান, মেম্বার আশক আলী, মকবুল আলী,শ্রী বাসুদেব দাস,মাওলানা আলী আহমদ সিদ্দিক,আনফর আলী, মোহাম্মদ চোরাবালি, মোহাম্মদ গেতাব আলী, মৌলভী আব্দুল হক, মোহাম্মদ রয়েল মিয়া, মোঃ মোস্তাক আহমদ চৌধুরী,মোঃ জুবায়ের আহমদ, মোঃ শাহেদ বখত, মোহাম্মদ সোহিন বক্স মোহাম্মদ,আব্দুল নূরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।