বিশ্বনাথে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে মিছিল সমাবেশ 

বিশ্বনাথে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে মিছিল সমাবেশ 

বিশ্বনাথ প্রতিনিধি::

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন ও উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

১৫ই আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিগত এক যুগেরও বেশি সময় ধরে নিখোজ হওয়া এম ইলিয়াস আলীকে ফিরে পেতে এই কর্মসুচী পালন করে বিশ্বনাথ উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠন। এই কর্মসুচীতে বিশাল মিছিল সহকারে অংশগ্রহণ করে বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদল। ইলিয়াস ভাই ইলিয়াস ভাই সহ নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় বিশ্বনাথের রাজপথ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলনেতা আমজদ হোসেন, এমরান আলী,লায়েক আহমদ,রহিম আলী, সৌরভ আহমদ, আতিক খান,ইয়াছিনআলী, রুমন আহমদ,জাকির আহমদ,সুয়েব আহমদ,কালা মিয়া, আরিফ আলী,ময়নুল হক, ইমন আলী, রুবেল আহমদ,জাকির হোসেন, ফয়ছল,আফজল, মাহবুব,এনাম, হাসান, জাবেদ, সাইদুল,সুয়াইব,এমাদ, মিজান, আবুহাসান,সোহাগ,সাইফ,মাহিম,ফাহিম,জাবের,রুমন,আরিফ,মিলাদ,নাহিদ,সাব্বির,জুবেল, সুলতান, রাজু বশর,হেলাল, রাফি নোমান, শাহিন ও প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *