ওসমানীনগর প্রতিনিধি::
নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও শেখ হাসিনার বিচারের দাবিতে সিলেটের ওসমানীনগরে দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও সাদিপুর এলাকায় এই কর্মসূচী পালন করে উপজেকা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের নেতাকর্মীরা।
গোয়ালাবাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মন্নান বক্সের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক রকিব আলীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,গত ১৭ বছরে আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে তাদের বিরুদ্ধে ৪ থেকে ৫ টা মামলা হয়নি। শেখ হাসিনা তাঁর ক্ষমতা টিকিয়ে রাখতে হামলা-মামলা ও গুম করে রেখেছে আমাদের নেতা কর্মীদের। ২০১২ সালে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করে রেখেছে ফ্যাসিবাদ শেখ হাসিনা । আমরা অবিলম্বে শেখ হাসিনার বিচার ও জননেতা ইলিয়াস আলীকে ফেরত চাই।
পৃথক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী,জেলা বিএনপির বর্তমান সহ- সভাপতি ফখরুল ইসলাম ফারুক,ওসমানীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি মুজাহিদ আহমদ, সাংগটনিক সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংগটনিক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ,সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক,উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, যুবদল নেতা নুরুল ইসলাম রেজন,যুবদল নেতা সুবের আহমদ, জেলা ছাত্রদলের সহ -সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন,তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ, তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ ইলিয়াস আলী, ছাত্রদল নেতা আব্দুল মুক্তাদির, আরিয়ান আহমদ, ছায়েদ মাসুদ, দিপু মিয়া প্রমূখ।