নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে খলিলুর রহমান (৪৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমানের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমান(৪৫) নিহত হন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—