জিতু আহমদ :: কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে সিলেটের ওসমানীনগরে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীরা ওসমানীনগর থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জসহ কর্মে ফিরে আসা অন্যান্য পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জাহেদ আল হাসান, জুবেদ হোসেন জিয়া, স্নিগ্ব দাশ সিদ্ধার্থ ও শুভ চক্রবর্তী কাজে যোগদানকৃত পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবা, সহ-সভাপতি আব্দুর রউফ আব্দুল, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুয়েব আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, সদস্য জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক বলেন, ন্যায়ের পক্ষে ছাত্রদের আন্দোলনে আমাদের অনেক পুলিশ মারা যায়। আপনাদের সবার সহযোগিতায় আমাদের থানায় বা পুলিশ সদস্যদের কিছু হয়নি। অন্যান্য এলাকায় আমাদের অনেক পুলিশ মারা যাওয়া পরিবেশ পরিস্থিতির কারণে আমরা কর্মবিরতিতে ছিলাম।অতি শিগগিরই আমরা আমাদের কার্যক্রমে ফিরব। জনগনের সেবায় পুলিশ ছিল, আছে এবং থাকবে।