নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত ইউএনও শাহনাজ পারভীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাইনুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা ভিপি, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, পল্লী বিদ্যুতের ডিজিএম নাইমুল হাসান, মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, তথ্যসেবা কর্মকর্তা সাহরিন সুলতানা, আনসার ভিডিপি প্রশিক্ষক রনজিৎ বিশ্বাস, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক সুশান্ত দেব নাথ ও শিক্ষিকা শিল্পী দাম।আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।