ওসমানীনগরে ৭ শতাধিক বন্যাদুর্গত মানুষ পেল খাদ্য সহায়তা

ওসমানীনগরে ৭ শতাধিক বন্যাদুর্গত মানুষ পেল খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক:: প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসী কল্যাণ ট্রাস্ট এলাকার অসহায় বঞ্চিত দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। ভয়াবহ বন্যা সহ যেকোনো দুর্যোগে এলাকার মানুষের পাশে এসে সাহায্যের হাত প্রসারিত করে চলেছে প্রবাসী কল্যাণ ট্রাস্ট সহ এর সাথে সংশ্লিষ্ট সকল সদস্যরা। এরই ধারাবাহিকতায় ট্রাস্টের পক্ষ থেকে বন্যাদুর্গত ৭ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী সৈয়দ সাব্বির আহমদ, শাহ আলী আহমদ, সৈয়দ মশাহীদ আলী, শাহ রজব আলী কয়েছ, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ রোমান আহমদ, শাহ ইয়াহইয়া, শাহ আব্দুল হামিদ, মোঃ মালিক উদ্দিন, শাহ এনায়েত আলী ও মোঃ লায়েক আহমদের অর্থায়নে এবং সাদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ ঈসমাইল আলীর তত্ত্বাবধানে রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর, লামাতাজপুর, চর তাজপুর, চরগাও (চরতাজপুর) গ্রামের ৭ শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
সাদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ঈসমাইল আলীর সভাপতিত্বে ও শাহ ইয়াহইয়ার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তরা বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বন্যায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বৃহত্তর তাজপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুণর্বাসনে সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের সহযোগিতা কামনা করে বন্যা প্রতিরোধে নদী-খাল খননের দাবি জানান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাহেদ আহমদ মুসা, সৈয়দ নোমান আহমদ, সৈয়দ টিপু আহমদ, শাহ এনায়েত, সৈয়দ মোজাহিদ আলী, শাহ ইসরাইল আলী, শাহ উসামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *