ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে বন্যায় কর্মহীন ৩ শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ।
শুক্রবার উপজেলার দয়ামীর ইউনিয়নের রনাগলপুর ও শনিরগাও গ্রামের পানিবন্ধি মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ,বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
বিতরণকালে মঞ্জুর আহমদ বলেন,সরকারের পাশাপাশি নিজের ব্যাতিগত উদ্যোগে বন্যা শুরু থেকে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সব সময় পানিবন্ধি মানুষদের খোজ-খবর রাখছেন।
পানিবন্ধি মানুষকে খাদ্যপণ্য দিলেও তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। এ কারণে তাদের জন্য রান্না করা খাবার সরবরাহ করছি। আশা করি আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদ শাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌছুর রহমান,সমাজসেবী জুনেদ আহমদ, যুবলীগ নেতা নুরুল হকসহ এলাকার গন্যমান্য বাক্তিবর্গ।