ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে বৃহত্তর করনসী ট্রাস্ট ইউকে’র উদ্যাগে সাড়ে ৫শতাধিক বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজ করনসী ঈদগাহ মাঠে সুবিধাভোগীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সৈয়দ আনোয়ার আলী, রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, মোস্তাক আহমদ, ট্রাস্টি প্রবাসী আমির আলী, শেখ আখতারুজ্জামান, বাবলু মিয়া, ফারুক মিয়া ঠিকাদার, আনহার মিয়া ঠিকাদার, মন্নান বক্স, তাজিদ খান, আতাউর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য জয়নাল আবেদীন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আব্দুস শহিদ, তছন মেম্বার, শিপু চৌধুরী, জাবের আহমদ চৌধুরী, ইউছুফ হোসেন চৌধুরী, নিজাম মিয়া, জাকির হোসেন করনী, জাবেদ আহমদ আবীর, আবদুল মালিক প্রমূখ।
ট্রাস্টের পক্ষ থেকে বৃহত্তর নিজ করনসীর সাড়ে ৫শতাধিকক ব্যক্তিকে ৮কেজি হারে চাল, ২কেজি হারে আলু, ১কেজি হারে ডাল, ১লিটার হারে সোয়াবিন তেল ও ১কেজি হারে লবন প্রদান করা হয়।