ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর গ্রামের তালুকদার মঞ্জিলে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আল ইনসান ফাউন্ডেশনের ট্রাষ্ট্রী আব্দুল মালিকের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি শামছুল ইসলাম শামীমের পরিচালনায় বক্তারা বলেন,প্রতিষ্ঠা লগ্ন থেকেই৷ সরকারের পাশাপাশি আর্থ মানবতার সেবায় এলাকার গরীব অসহায় মানুষের ক্যলাণে কাজ করে যাচ্ছে আল ইনসান ফাউন্ডেশন।করোনা ও চলমান বন্যাসহ প্রাকৃতিক যে কোনো দূর্যোগে অসহায় ঘরবন্ধি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সংগঠনের সদস্যরা।এরকম সকল বিত্তবান মানুষ নিজ নিজ এলাকায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাড়ানো উচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপির ছোট ভাই যুক্তরাজ্য দ্যা ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী আনোয়ার,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ প্রমুখ।