বালাগঞ্জে বন্যার্ত কেউ অনাহারে থাকবে না: উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া

বালাগঞ্জে বন্যার্ত কেউ অনাহারে থাকবে না: উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া

নিজস্ব প্রতিবেদক:: বালাগঞ্জে বন্যা কবলিত কেউ অভূক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। বন্যা কবলিতদের নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। মাননীয় সংসদ সদস্য সব সময় খোঁজ নিচ্ছেন। এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে সরকারের পাশাপাশি দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা উচিত।

বুধবার (২৬ জুন) দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া।

ত্রাণ বিতরণকালে তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রবাসীরা যেভাবে সহায়তা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সহায়তা অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য দেশ-বিদেশের সকলকে এগিয়ে আসতে হবে।

সূত্রে জানা গেছে, বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সকালে বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে দুই শতাধিক মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এরপর বালাগঞ্জ লাইটেস, ট্রাক, কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মাঝে ২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। পরে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামে ত্রাণ বিতরণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *