নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে আনসার ও ভিডিপির উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার(২৫ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আনসার ভিডিপি ওসমানীনগর অফিসের উদ্যোগে ৫ শতাধিক দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আবু সাঈদের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষক রনজিৎ বিশ্বাসের সমন্বয়ে উপজেলা সকল ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও কমান্ডারদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আবু সাঈদ বলেন, বন্যা দুর্গত মানুষের জন্য কিছুটা খাবার ও বিশুদ্ধ পানি তাদের মুখে তুলে দিতে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষ থেকে সামান্য কিছু রান্না করা খাবার বিতরণ করেছি কয়েকটি আশ্রয় কেন্দ্রে।