কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা মো.জাহাঙ্গীর মুন্না রানা বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৫টায় সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রানা কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর মুন্না রানা বলেন,আমি ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বিএনপির সাথে সম্পৃক্ত এবং বর্তমানে আমি কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদকের দায়ীত্ব পালন করছিলাম, বর্তমানে আমার একান্ত ব্যাক্তিগত ও পারিবারিক কারনে আমি কমলগঞ্জ উপজেলা বিএনপিসহ জাতীয়তাবাদী দলের সকল প্রকার দায়-দায়ীত্ব ও পদবী থেকে সেচ্ছায় অব্যাহতি নিলাম। সংবাদ সম্মেলনে রানা বলেন রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও আমি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আমি সবসময় সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করি। অতীতের মতো আগামীতেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ জনগণের পাশে থাকবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্না রানা বলেন, বিএনপি থেকে পদত্যাগ করলেও আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না, তবে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে তিনি যেকোন সিদ্ধান্ত নিতে পারেন এবং মানুষের কল্যাণে তিনি ভূমিকা রাখতে চান বলেও জানান।