কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি::মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। শনিবার দুপুরে হীড বাংলাদেশ এর কনফারেন্স হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়।সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট সানোয়ার হোসেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,মুজিবুর রহমান রঞ্জু,আব্দুর রাজ্জাক রাজা,প্রনিত রঞ্জন দেবনাথ,শাব্বির এলাহী প্রমূখ।
সভায় চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, কমলগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অগ্রণী ভূমিকা রাখবেন।