অগ্নি সন্ত্রাসীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে বড়ভাগা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন কালে

অগ্নি সন্ত্রাসীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে বড়ভাগা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন কালে

জুবেল আহমদ সেকেল:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু না কিছু উন্নয়ন পায়। আর জামায়াত বিএনপি ক্ষমতায় গেলে গরীব-দুঃখী মানুষের সম্পদ তারা লুটপাট করে খায়। উন্নয়ন গণতন্ত্রর ও মানবতার অপর নাম শেখ হাসিনা। শেখ হাসিনা যেখানে উন্নয়ন সেখানে। বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। যারা গণতন্ত্রের নামে চিৎকার করে তারা গণতন্ত্রের কি বুঝে আর কি মানে। তারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে গণতন্ত্র কায়েম করতে চায়। অগ্নি সন্ত্রাস তাদের প্রধান হাতিয়ার, এই অগ্নি সংন্ত্রাসীদের মুখে গণতন্ত্রের কথা মানা যায় না।
গতকাল শনিবার বিকেলে উপজেলার উছমানপুর ইউনিয়নের খালেরমুখ বাজারে বড়ভাগা নদীর উপর পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৭ মিটার আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন শেষে আলোচনা সাভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এসব কথা বলেন।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মেম্বার এবং উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এনামুল হক এনামের সঞ্চালনায় সাভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাস, এলজিইডি প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি নেফা মিয়া, মমনুন আহমদ, কামিল আহমদ, জোবায়ের আহমদ লিটন, ফুজায়েল আহমদ, ফয়ছল আহমদ, মাহিদুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি রাশেদুল হক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন গেদাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, এডভোকেট সাজ্জাদুর রহমান, খালিছ মিয়া, শামীম আহমদ চৌধুরী।
এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী বড়ভাগা নদীর উপর কাঙ্খিত সেতু নির্মাণ হওয়ায় ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলাবাসীর মধ্যে যোগাযোগ ব্যবস্থার সেতুবন্ধ সৃষ্টি হয়। এতে দুই উপজেলার হাজার হাজার মানুষ উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *