বাংলা ভিউ ডেস্ক :: সিলেটের স্থানীয় জনপ্রিয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর লাশউদ্ধারকরেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীর হাজারিবাগ এলাকার পেছনের মাঠে থেকেএসএমপিরএয়ারপোর্ট থানা পুলিশ অমিতে লাশ উদ্ধার করে।
নিহত অমিত দাস শিবু সুনামগঞ্জের গৌর চাঁদ দাসের ছেলে এবং দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ। তিনি সিলেটনগরীর বাগবাড়ি নরসিং টিলা এলাকায়স্বপরিবারে বসবাস করতেন। গতকাল বৃহস্পকিবার রাত ২টা ২১ মিনিটের দিকে মরদেহউদ্ধারে ঘটনাস্থলে থাকা এসএমপির এয়ারপোর্ট থানার ওসি(তদন্ত) দেবাংশু কুমার দে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুরহস্যজনক মনে হচ্ছে। পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল রাখাছিল।
জানা যায়, অমিত দাস শিবু রাতে উত্তরপূর্ব পত্রিকাঅফিসে কাজ সেরে বাসায় ফিরছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকেস্থানীয় লোকজন মরদেহ দেখে থানা পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলীশেখ, উপ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমদ চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা জানান, অমিত দাস শিবুর মোটরসাইকেলটি অদূরে রাখা ছিল।দেখে মনে হয় তাকে কিছুদূর টেনে নেওয়া হয়েছে।তারব্যবহৃত জুতা অদূরে পড়েছিল। যে কারণে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এছাড়া তার মোবাইল খোয়া গেছে। তাতে মৃত্যুরহস্যের দানা বেধেছে।
এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহেরপাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তার মোবাইল পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশনঘটনাস্থলেই দেখাচ্ছে।তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক ধারণা করে প্রয়োজনীয় তদন্তঅব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।