শীতে কমলা দিয়ে যেভাবে রূপচর্চা করবেন

শীতে কমলা দিয়ে যেভাবে রূপচর্চা করবেন

শহরে শীতের আমেজ টের পেতে একটু দেরি হয়ে যায়। তবে ফলের বাজারের দিকে তাকালে হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে শীতের ফলগুলো। এসব ফল খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও ব্যবহার করা যায় অনায়াসে। কমলা যেমন মজাদার, তেমন স্বাস্থ্যকর আর শীতের দিনে শুষ্ক হয়ে যাওয়া ত্বকের যত্নেও অনন্য।

১. সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিন। কমলার কোয়া চিপে রস বের করে রাখুন। ওই রসে তুলা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এভাবে কয়েক দিন ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে, বাড়বে জৌলুশ। কমলায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আছে। এটি ত্বকে বলিরেখা কমায়।

কমলার খোসা ব্যবহারে কমবে ব্রণের সমস্যা

কমলার খোসা ব্যবহারে কমবে ব্রণের সমস্যাছবি: নকশা

২. কমলার খোসায় থাকে জীবাণুরোধী, প্রদাহবিরোধী ও ছত্রাকবিরোধী উপাদান। এগুলো ব্রণের বিরুদ্ধে কাজ করে। একটি কমলার খোসা এক কাপ পানিতে সেদ্ধ করে নিন। সেই পানি ঠান্ডা করে মুখ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।

৩. কমলার খোসা সরাসরি ত্বকে লাগাবেন না। অ্যাসিডের প্রভাবে হিতে বিপরীত হতে পারে। ত্বকের জন্য তাজা কমলার খোসার সঙ্গে সমপরিমাণ মসুরের ডাল বেটে নিন। মিশ্রণটি নিয়মিত ত্বকে লাগান। এতে ত্বক মসৃণ তো হবেই, মুখের দাগও দূর হবে।

৪. ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারেন কমলার রস। সে ক্ষেত্রে কমলার রসে মিশিয়ে নিতে হবে সমপরিমাণ গোলাপজল আর মধু। সেটি তুলায় ভিজিয়ে চেপে চেপে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্যাস, ত্বক হবে পরিষ্কার আর নরম। হালকা রোদে পোড়া কালচে দাগও দূর হবে।

কমলার রসে আছে নানা গুনাগুন

কমলার রসে আছে নানা গুনাগুনছবি: নকশা

৫. শুধু কমলা নয়, খোসাও রূপচর্চায় দারুণ কার্যকর। কমলার খোসা শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। এই গুঁড়া কৌটায় সংরক্ষণ করতে পারেন। এক মগ গরম পানিতে দুই চা-চামচ কমলার খোসার গুঁড়া মেশান। সেখানে দুই টেবিল চামচ কমলার রসও দিন। এবার কাপড় দিয়ে পাত্রটির চারপাশ ঢেকে নিন, মুখে পানির বাষ্পের ভাপ নিন। সপ্তাহে তিন দিন ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। 

৬. কমলার খোসার গুঁড়া, চন্দন আর দুধ মিশিয়ে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। গোসলের আগে এই প্যাক আপনি হাতে আর পায়েও লাগাতে পারেন। এ ছাড়া দুই চা-চামচ কমলার খোসার গুঁড়া সমপরিমাণ বেসনের সঙ্গে মিলিয়ে নিন। পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানান। এটিকেও প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

রূপচর্চায় কমলার খোসার উপযোগিতা জানতে কথা বলি বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারি শারমিন কচির সঙ্গে। তিনি বলেন, ‘শীতকালে রোদের তীব্রতা কম থাকলেও সেটা ত্বকের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ত্বকে রুক্ষতা আর কালচে ভাব চলে আসে। সে ক্ষেত্রে কমলার খোসা দিয়ে বানানো একটা ফেসপ্যাক দারুণ কার্যকর।’ ফেসপ্যাকটি বানাতে দরকার হবে কমলার খোসার গুঁড়া, মসুরের ডালের গুঁড়া, সামান্য হলুদ ও দুধের সর। এ মিশ্রণ শীত ছাড়াও সারা বছর ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেবে।

রূপচর্চার নানা কাজে ব্যবহার করা যাবে কমলা

রূপচর্চার নানা কাজে ব্যবহার করা যাবে কমলাছবি: নকশা

এ ছাড়া যাঁদের ব্রণের সমস্যা আছে, কমলালেবুর খোসা পানিতে সেদ্ধ করে ঘন করে সেই গরম সিরাপ নিয়মিত ব্রণের জায়গায় লাগালে ভালো ফল পাবেন। এ ছাড়া ১ চা-চামচ টক দই, ১ চা-চামচ কমলার খোসার বাটা অথবা কমলার খোসার গুঁড়া, আধা চা-চামচ মধু ও আধা চা-চামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। এসবই মুখের পাশাপাশি হাত–পায়ের প্যাক হিসেবে ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *