অ্যাভেঞ্জার্স তারকার টোটকা মেনে এভাবে করতে পারেন রূপচর্চা

অ্যাভেঞ্জার্স তারকার টোটকা মেনে এভাবে করতে পারেন রূপচর্চা

ক্যারেন গিলান। স্কটিশ এই অভিনেত্রী প্রথম পরিচিতি পেয়েছিলেন ব্রিটিশ সাই-ফাই সিরিজ ‘ডক্টর হু’ দিয়ে। আর বিশ্বজুড়ে পরিচিতি পান মার্ভেল ইউনিভার্সের নেবুলা চরিত্র করে। তবে তাঁর আসল সৌন্দর্যে হাজির হন ‘জুমানজি’ সিরিজে। রুবি রাউন্ডহাউজ চরিত্রে। সেখানে তাঁকে দেখে মনে করতেই পারেন, তাঁর নিটোল সৌন্দর্যের জন্যই তাঁকে বেছে নেওয়া হয়েছিল। কথা একদম ভুল নয়। তবে সে সৌন্দর্য ধরে রাখতে তাঁকে প্রতিদিন নিয়ম করে রূপচর্চা করতে হয়। ক্যারেনের ভাষায়, ‘আপনি জীবনে একটাই ত্বক পাবেন। তার যত্নও আপনাকে সেভাবেই নিতে হবে।’ কীভাবে, তা–ও বাতলেছেন ক্যারেন। জেনে নিন তারই ধাপগুলো।

ক্যারেন গিলান

ক্যারেন গিলানছবি: ক্যারেনের টুইটার অ্যাকাউন্ট থেকে

সে জন্য প্রথমেই আপনাকে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সে জন্য আগে মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
পরের ধাপটা ক্যারেনের সবচেয়ে পছন্দের। মুখে হিলিং জেল মাখা। সঙ্গে আর কিছু নয়, শুধু ফ্লেভানয়েড। হাতে হিলিং জেল ও ফ্লেভানয়েডের মিশ্রণ নিয়ে ভালো করে মুখে মেখে নিন। ক্যারেনের ভাষায়, ‘এটা আপনার ত্বকের সঙ্গে বাইরের উপাদানগুলোর একটা ব্যবধান রাখবে। সেই সঙ্গে আপনার ত্বকের কাছ থেকে রূপসজ্জার উপাদানগুলোকেও দূরে রাখবে।’

ত্বককে হাইড্রেটেড রাখতে এরপর খানিকটা ময়েশ্চারাইজার মাখুন। চোখের ওপরে-নিচে মাখুন আই ক্রিম। প্রয়োজন বোধ করলে মুখের কোনো অংশে অতিরিক্ত ময়েশ্চারাইজার দিতে পারেন। ঠোঁটে দিন লিপ বাম। ব্যস, আপনার ত্বক এখন সেজে ওঠার জন্য প্রস্তুত।

ক্যারেন গিলান

ক্যারেন গিলানছবি: ক্যারেনের টুইটার অ্যাকাউন্ট থেকে

ক্যারেনের মতে, রূপসজ্জা করা ‘অনেকটা ক্যানভাসে ছবি আঁকার মতো’। প্রথমেই মুখে পাতলা করে ফাউন্ডেশন দিন। চোখের চারপাশে ফাউন্ডেশন ঠিকমতো দিতে ব্রাশ ব্যবহার করুন। তার ওপরে হালকা করে পাউডার দিন, যাতে ফাউন্ডেশনের উজ্জ্বল ভাবটা ঢেকে যায়। এর ওপরে হালকা ব্লাশার ব্যবহার করুন।

ভ্রুতে পেনসিল ব্যবহার করুন। তারপর জেল দিন। সে সময় ওপরের দিকে ব্রাশ করুন, যাতে ভ্রুর আকার ঠিক থাকে। পাপড়িতে আইল্যাশ দিয়ে মাশকারা দিন। ওপর-নিচের দুই পাপড়িতেই। ক্যারেনের ভাষায়, ‘নিচের পাপড়িতে মাশকারা দিলে ষাটের দশকের একটা ভাইব আসে। সেটা আমার ভীষণ ভালো লাগে।’

সবশেষে ক্যারেন ব্যবহার করেন ফ্রেকল পেন। মানে কৃত্রিমভাবে মুখে ছিটা ছিটা দাগ তৈরি করেন। ‘এগুলো আমার খুব পছন্দ। সোনালি চুলের মানুষদের প্রায়ই এটা থাকে। কিন্তু আমার মুখে খুব একটা নেই,’ বলেন ক্যারেন। সে কারণেই ফ্রেকল পেন দিয়ে সেগুলো এঁকে নেন।

ক্যারেন গিলান

ক্যারেন গিলানছবি: ক্যারেনের টুইটার অ্যাকাউন্ট থেকে

সে জন্য প্রথমে ফ্রেকল পেন দিয়ে মুখে দাগ দেন। তারপর পাফ করে দাগগুলো মেকআপের সঙ্গে মিলিয়ে দিন। অবশ্য আপনি সেগুলো আঁকবেন কি না, তা নিতান্তই আপনার ব্যাপার। সেগুলো আপনার চেহারায় কতটা খোলতাই হবে, সেটা নিজেই বিবেচনা করে নেবেন।
ব্যস! হয়ে গেল ক্যারেন গিলানের টোটকা মেনে প্রাকৃতিক রূপচর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *