বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী অনশন করতে গিয়ে প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছেন।

রবিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্কুল ছাত্রী লাকি আক্তার জানায়, পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে এস্কাবেটর চালক কাউছার মিয়ার সাথে গত ৮ মাসের প্রেমের সম্পর্ক, সে তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে। বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রী তার প্রেমিক কাউছারকে বিয়ের চাপ দেয় এবং কাউছার বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।
পরে বাধ্য হয়ে কাউছারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গেলে তার মা লাকীকে মারধোর করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিক কাউছারের বাড়ির বাহিরে দাড়িয়ে আছে প্রেমিকা লাকী। হাতে কাটাছেড়ার দাগ, এসময় সে সাংবাদিকদের জানায় সে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কাউছার তাকে বিয়ে না করলে সে আত্নহত্যারও হুমকি দেয়।

এসময় অভিযুক্ত কাউছারকে পাওয়া যায়নি, কাউছারের মা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম আহমদ বলেন, বিষয়টি শুনেছি।

শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যেহেতু শ্রমিকের তাই বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু ব্যার্থ হয়েছি।

ওয়ার্ডের মেম্বার কদর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, দেখি কি অবস্থা।

সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বিষয়টি আমার জানা নেই  থানায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *