সিলেটে বাটায় লুটপাটের ঘটনায় আ.লীগ নেতার ছেলে গ্রে ফ তা র

সিলেটে বাটায় লুটপাটের ঘটনায় আ.লীগ নেতার ছেলে গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক: সিলেটে বাটার আউটলেটে লুটপাটের ঘটনায় অন্যতম আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম ইশতিয়াক নূর চৌধুরী জিহান। তিনি সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার (৭ এপ্রিল) ইসরাইল বিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে দরগাহ গেইট এলাকাস্থ বাটার একটি আউটেলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এসময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, জিহানই প্রথম জুতা লুট করা শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও দেখে এবং সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জিহান এয়ারপোর্ট এলাকায় আত্মগোপনে রয়েছে। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আইনে মামলাও রয়েছে। তবে মনিরুজ্জামানের পদ পদবী এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *