নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আনিছ মিয়া গোয়াইনঘাট থানার লাফনাউড বাজারের মজর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে বালুর নিচ থেকে ১শ ৮ বস্তায় ৫ হাজার ৪শ কেজি ভারতীয় চিনিসহ আনিছকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।