নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজার থেকে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব—৯ সদস্যরা।
গ্রেফতারকৃত জিয়া উদ্দিন কানাইঘাটের ডাউকেরগুল গ্রামের আরব আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদ তাজখানী এলাকায় অভিযান চালানো হয়। এসময় কানাইঘাট থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিয়া উদ্দিন গত ১১ মার্চ কানাইঘাট থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামী।
তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।