নিজস্ব প্রতিবেদক: সিলেটে কোন প্রকার ইসরায়েলী পণ্য বিক্রি করবে না মিষ্টান্ন ও ভোগ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেড ও বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী বনফুল অ্যান্ড কোম্পানি।
পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ফিজার জেনারেল ম্যানেজার ইতেসাম মাবরুর ও বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম এ সিদ্ধান্তের কথা জানান।
ফিজা কতৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কোক ও পেপসি কোম্পানীর সকল প্রকার পণ্যসহ ইসরাইলি যাবতীয় পণ্য সামগ্রী ফিজার সকল শোরুমে প্রদর্শন ও বিক্রয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অপরদিকে বনফুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার থেকে কোকাকোলা, পেপসিসহ সব প্রকার ইসরায়েলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন বিক্রয় ও মজুতকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করি।