নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ উল ফিতরে যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালানো হয়েছে। এসময় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ভিজিলেন্স টিম সিলেট বিআরটি, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। সিলেট বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ও বিআরটিএ সিলেট বিভাগ উপপরিচালক মো. ডালিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগ মোটরযান পরিদর্শক মো. আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেটের সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, জেলা ট্রাক পিকাপ পাওয়ার ব্যাংক মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপনসহ বিআরটিএ’র প্রতিনিধি ও পুলিশ।
অভিযানকালে জালালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা ও ইমন পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে দেয়া হয়।