নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকায় ঘুরতে এসে হার্টঅ্যাটাকে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তাচ্ছিল (১৪) সিলেট জল্লারপাড় এলাকার প্রলয়ের মেয়ে।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুপুর ১২টার দিকে পরিবারের সাথে সাদাপাথর ঘুরতে আসে তাচ্ছিল। সেখানে পরিবারের অন্য সদস্যদের সাথে হাঁটুপানিতে গা ভেজাতে নামে। এসময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে সেখান থেকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।