নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রায় ৪ লাখ টাকার ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মকবুল খান জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকার মো. ইসমাইল খানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চেকপোস্ট করাকালে একটি বালু বোঝাই ট্রাক থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়। এসময় ট্রাকের উপরের বালুর নিচ থেকে ১শ ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৯০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মকবুল খানকে আদালতে সোপর্দ করা হয়েছে।