শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট ‘কালাবাজারের হোতা’ গ্রে ফ তা র

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট ‘কালাবাজারের হোতা’ গ্রে ফ তা র

বাংলা ভিউ ডেস্ক : ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রামগামী আন্ত নগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হোতাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে সেনাবাহিনী।

আটক মাজহারুল হকহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের বুকিং সহকারী। তিনি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্ল্যাটফরমে ছদ্মবেশে এক যাত্রীর কাছে চোরাইভাবে টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফরম সহজ ডট কমের মাধ্যমে বিক্রি করছে। ঈদ উপলক্ষে অধিকসংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জে রেলওয়ের কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়েছে। মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বুকিং সহকারীকে আটক করা হয়েছে। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *