বিয়ানীবাজারে ১০ হাজার পিস ই য়া বা স হ গ্রে ফ তা র ১

বিয়ানীবাজারে ১০ হাজার পিস ই য়া বা স হ গ্রে ফ তা র ১

বাংলা ভিউ ডেস্ক : বিয়ানীবাজারের গজুঁকাটা বিওপি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ সদস্যরা। এ সময় একটি অটোরিক্সাও জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মো: আসলাম হোসেন (৪০) নামের ওই ব্যক্তি আন্ত:সীমান্ত মাদক কারবারি। তিনি গজুঁকাটা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, উপজেলার দুবাগ এলাকার গয়লাপুর প্রথম ব্রিজ (জামালের বাড়ীর সামনে) নামক স্থানে অভিযান পরিচালনাকালে টহলদল ৮১টি নীল প্যাকেট ভর্তি ৯৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা গজুঁকাটা গ্রামের মোঃ আলম হোসেন (৫০), মোঃ আব্দুস সামাদ (৪৫), আব্দুস সালাম (৪৫) ও আব্দুর রাজ্জাক বটলা (৫০) কৌশলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, আসলাম ও আলম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করছে। পলাতক অপর আসামী আব্দুস সামাদ এবং আব্দুস সালাম ভারতের গুপ্তচর হয়ে বিএসএফ’র নিকট তথ্য পাচার করে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *