নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীতে একটি মসজিদের দান বাক্স চুরির ঘটনা ঘটেছে। মহানগরীর ২১ নং ওয়ার্ডের হাতিমবাগ জামে মসজিদে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাকিব তুহিন।
তিনি বলেন, গত ১৯ মার্চ হাতিমবাগ জামে মসজিদের দান বাক্স চুরি হয়েছে। আনুমানিক সময় সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত চোর বা চুরি হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে মসজিদ কমিটির দায়িত্বশীলরা থানাকে বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে।