সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ৩ আ সা মি গ্রেফতার

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ৩ আ সা মি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব) সদস্যরা।

এরমধ্যে রবিবার দুপুরে বন্দরবাজার এলাকা থেকে ৬ মামলার পলাতক আসামি মোবারক হোসেন মেন্দীকে গ্রেফতার করে।

গ্রেফতার মোবারক হোসেন মেন্দী (৬০) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর এলাকার মৃত সাজিদ উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।

রবিবার মধ্যরাতে অপর অভিযানে কিন ব্রিজ এলাকা থেকে নেত্রকোনার হত্যা মামলার পলাতক আসামী শামীম বিশ্বাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম বিশ্বাস (২৮) নেত্রকোনা জেলার শিমুলাটি এলাকার সাদির বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ওই রাতে আরেকটি অভিযানে বন্দরবাজার এলাকা থেকে ১৫ মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বার গ্রেফতার হয়। শওকত আলী ‍সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর এলাকার আছদ্দর আলীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *