সিলেটে আ’লীগ নেতাসহ গ্রে ফ তা র ১৩ ছিনতাইকারী

সিলেটে আ’লীগ নেতাসহ গ্রে ফ তা র ১৩ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ছিনতাইকারীদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট সদরের সুরমা ভ্যালী-১০৫, তোপখানা এলাকার আব্দুল গফ্ফার ওরফে আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম ওরফে সাকিব ওরফে সাকিবুল হাসান ওরফে হীরা (৪৬), কিশোরগঞ্জের কদমচাল শান্তিপুর গ্রামের মো. জিবু মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৫), সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মো. মনাফ হোসেন মনার ছেলে মো. সাহেদ হোসেন (২০), মৌলভীবাজার সদরের শেরপুর (পিটুয়া) গ্রামের তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৫), সিলেটের সাহেববাজার (বাজারতল) এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. জাকির হোসেন (৩৩), সুনামগঞ্জের মধ্যনগর সাউদপাড়া গ্রামে আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩১), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের মোকদ্দছ আলীর ছেলে শরিফ আহমদ ওরফে সাঈদ আহমদ (৩২), জৈন্তাপুর উপজেলার সরুখেল পশ্চিম গ্রামের হাবিবুর রহমান আবুলের ছেলে আওয়ামী লীগ নেতা ইমরান আহমদ দুলাল (৩০), সুনামগঞ্জের ধর্মপাশার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদ ওরফে আবু মিয়ার ছেলে হাবিল আহমদ (২৮), তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামের মো. জজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯), কালীপুর এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩৫), সিলেটের জৈন্তাপুর উপজেলা লামাশ্যামপুর গ্রামের আব্দুর রবের ছেলে মোঃ শুয়েব আহমদ (২৯) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবপুর গ্রামের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ রুবেল আহমদ (২৭)। তারা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছে।

পুলিশ জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গঠিত চৌকস টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ছিনতাইকারীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *