নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার ভোরে দক্ষিণ সুরমা থানাধীন শাহ সিকান্দার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সফিক (৩৫) দক্ষিন সুরমা থানার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে।
তার বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।