নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই সিলেটসহ সারা দেশে বেড়ে গেছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ে মতো ঘটনা। বিভিন্ন উপজেলায়ও সংঘটিত হয়েছে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা। ডাকাতি বেড়ে যাওয়ায় তৎপরতা বাড়িয়েছে পুলিশও।
চলতি বছরের আড়াই মাসে সিলেট জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাত দলের ২৯ সদস্য। এর মধ্যে মার্চ মাসের ১৫ দিনে গ্রেফতার হয়েছে ৯ ডাকাত।
রবিবার সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি মো. সম্রাট তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি মাসে ৯ ডাকাতকে, ফেব্রুয়ারিতে ৭ ও জানুয়ারি মাসে ১৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেলা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এরকম অভিযান অব্যাহত থাকবে।