নিজস্ব প্রতিবেদক: সিলেটে অসামাজিক কাজের অভিযোগে ৫ নারী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গার্ডেন টাওয়ারের ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়।