নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ আরো ৪ জন।
শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা যায়, রাত ১০ টার দিকে বলাউড়ায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।