পিতা আ’লীগ নেতা, ছেলে যুবলীগ : পুলিশের হাতে গ্রেফতার

পিতা আ’লীগ নেতা, ছেলে যুবলীগ : পুলিশের হাতে গ্রেফতার

বাংলাভিউ ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাদের গ্রেফতারের পর বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আকবর আলী সোহাগ ও তার ছেলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দু‘জনকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *