নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় উঠে ছিনতাইকারীদের কবলে পড়লেন এক কাপড় ব্যবসায়ী। সঙ্গে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে তাকে অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ২ ছিনতাইকারীকে আটক করে। এ সময় আরও ২ ছিনতাইকারী পালিয়ে যায়।
পুলিশ জানায়, ওই কাপড় ব্যবসায়ী নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা। তার বাড়ি সিরাজগঞ্জে। তিনি প্রায়ই টাকা জমা দিতে আখালিয়া থেকে আম্বরখানায় আসেন।
বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ী ৭২ হাজার টাকা নিয়ে আম্বরখানা আসছিলেন। সিএনজি অটোরিকশাটি পাঠানটুলা পার হয়ে লন্ডনী রোডের সামনে আসামাত্র যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আটকককৃতরা হলেন- সিলেট মহানগরের বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম ও শিবগঞ্জের হাতিমভাগ এলাকার নুরুল ইসলামের ছেলে রুহেল আহমদ। তবে ছিনিয়ে নেওয়া টাকা নিয়ে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আটক ছিনতাইকারীদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।